nulibrary

রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)

Reading Time: 1 minute

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-২১/০৯/২০১৭)। (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 241509
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)

ক-বিভাগ

(ক) USSR-এর পূর্ণরূপ কি?
উত্তর : Union Soviet Socialist Republic.

(খ) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।

(গ) “মীর” কি?
উত্তর : মীর একটি বিখ্যাত সমিতি।

(ঘ) “ইসক্রা” শব্দের অর্থ কি?
উত্তর : স্ফুলিঙ্গ।

(ঙ) কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয় ।

(চ) কোন বিপ্লবকে “প্রভাতী তারা” বলা হয়?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।

(ছ) বলশেভিক শব্দটির অর্থ লিখ ।
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু ।

(জ) ডিসেমব্রিস্ট আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৮২৫ সালে ।

(ঝ) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।

(ঞ) লেলিনের পুরো নাম কি?
উত্তর : লেলিনের পুরো নাম ভাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন।

(ট) লাল ফৌজ কি?
উত্তর : লাল ফৌজ হলো কমিউনিস্ট আর্মি ।

(ঠ) দেশপ্রেমিক মহাযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত

খ-বিভাগ

২। নিহিলিজম ব্যাখ্যা কর।

৩। ১৯০৫ সালের “রক্তাক্ত রবিবার” ঘটনার বিবরণ দাও।

৪। দ্বিতীয় আলেকজান্ডরকে কেন ‘মুক্তিদাতা জার' বলা হয়?

৫। কার্ল মার্কসের পরিচয় দাও!

৬। “এপ্রিল থিসিস” এর মুল বিষয়বস্তু ব্যাখ্যা কর।

৭। লেলিনের নতুন অর্থনৈতিক নীতর গুরুত্ব আলোচনা কর ।

৮। “যুদ্ধকালীন সাম্যবাদ”-ব্যাখ্যা কর।

৯। ১৯৩৬ সালের রুশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখ ।

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়াতে সংঘটিত বিভিন্ন বৈপ্লবিক আন্দোলনের বিবরণ দাও ।

১১। ১৯১৭ সালের রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর ।

১২। লেলিনের মৃত্যুর পর স্ট্যালিন ও ট্রটস্কির দ্বন্দ্বের কারণসমূহ ব্যাখ্যা কর।

১৩। রাশিয়ার সমাজতন্ত্র সংহতকরণে যোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৪। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।

১৫। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ কর।

১৬। অপারেশন বাররারোসা কি? হিটলারের সোভিয়েত ইউনিয়ান আক্রমণের বর্ণনা দাও।

১৭। সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের বিবরণ দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২৪/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়াও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) কাকে মুক্তিদাতা জার' বলা হয়?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে ।

(খ) ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।

(গ) সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : কার্ল মার্কস ।

(ঘ) RSDLP এর পূর্ণরূপ কি?
উত্তর : RSDLP এর পূর্ণরূপ হলো- Russian Social Democratic Labour Party.

(ঙ) চার্লস ওয়েন কে ছিলেন?
উত্তর : একজন ইংরেজ সমাজতান্ত্রিক ।

(চ) বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : লেনিন ।

(ছ) পোর্টস মাউথের সন্ধি কবে সম্পাদিত হয়?
উত্তর : ১৯০৫ সালে ।

(জ) কোন বিপ্লব রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটায়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।

(ঝ) 'The Big Three! কাদের বলা হয়?
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে।

(ঞ) 'সোভিয়েত' শব্দের অর্থ কি?
উত্তর : স্বশাসিত পরিষদ।

লেনিন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯২৪ সালের ২১ জানুয়ারি

(ঠ). অপারেশন বারবারোসা কি?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।

খ-বিভাগ

২। রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে টীকা লিখ ।

৩। নারোদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।

8। রাসপুটিন কে ছিলেন?

৫। দাস ক্যাপিটাল' এর উপর টীকা লিখ ।

৬। ফ্রেডারিক এঙ্গেলস এর পরিচয় দাও।

৭। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে বলশেভিকরা কেন সাফল্য লাভ করেছিল?

৮। রাপালো চুক্তি কি?

৯। মহাজোট সম্পর্কে সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও ।

১১। জার প্রথম নিকোলাসের বৈদেশিক নীতি আলোচনা কর।

১২। ৯০৫ সালের রুশ বিপ্লবের ফলাফল আলোচনা কর।

১৩। রাশিয়ার মার্কসবাদের প্রসার সম্পর্কে আলোচনা কর ।

১৪। রাশিয়ার গৃহযুদ্ধের কারণ বিশ্লেষণ কর।

১৫ | রুশ নেতা লেনিন-এর কৃতিত্ব মূল্যায়ন কর।

১৬। স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য সম্পর্কে লিখ।

১৭ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যোগদানের কারণগুলো বিশ্লেষণ কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২৩/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন? (Who was the last Tsar of Russia?)
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।

(খ) রাশিয়াতে কবে ‘সোস্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়? (When did the ‘Social Democratic Party' found in Russia?)
উত্তর : ১৮৯৮ সালে।

(গ) রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে? (When did the event of 'Bloody Sunday' take place in the
history of Russia?)
উত্তর : ১৯০৫ সালে ।

(ঘ)কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল? (When was the battle of Russo-Japan started?)
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয়।

(ঙ) ‘বলশেভিক’ শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Bloshevik?)
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু।

(চ) কোন বিপ্লবকে ‘প্রভাতী তারা' বলা হয়? (Which revolution is called 'Morning Star?)
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।

(ছ) USSR এর পূর্ণরূপ কী? (What is the full from of USSR?)
উত্তর : USSR এর পূর্ণরূপ হলো- Union of Soviet Socialist Republic.

(জ) কত সালে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল? (In which year 'Communist Manifesto' was published?)
উত্তর : ১৮৪৮ সালে ।

(ঝ) ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ' তত্ত্বের প্রবক্তা কে? (Who is the introducer of 'Dialectic Materialism' theory?)
উত্তর : কার্ল মার্কস ।

(ঞ) রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত? (Who wer known as Kulak in the history of Russia?)
উত্তর : সমৃদ্ধশালী কৃষকেরা ।

(ট) NEP এর পূর্ণরূপ কী? (What is the full form of NEP?)
উত্তর : NEP এর পূর্ণরূপ হলো- New Economic Policy.

(ঠ) ‘দেশপ্রেমিক মহাযুদ্ধ' কত দিন স্থায়ী হয়েছিল? (How long the 'Great Patriotic War' was lasted?)
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত ৷

খ-বিভাগ

.২। 'দ্বিতীয় আলেকজান্ডারকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়?

৩। বলশেভিক পার্টি সম্পর্কে টীকা লিখ ।

৪। 'এপ্রিল থিসিস' এর মূল বিষয়বস্তু ব্যাখ্যা কর ।

৫। নিহিলিজম ব্যাখ্যা কর ।

৬। কার্ল মার্কসের পরিচয় দাও।

৭। ‘যুদ্ধকালীন সাম্যবাদ' ব্যাখ্যা কর।

৮। ১৯৩৬ সালের রুশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখ ।

৯। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি উল্লেখ কর।

গ-বিভাগ

১0। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়াতে সংঘটিত বিভিন্ন বৈপ্লবিক আন্দোলনের বিবরণ দাও ।

১১। ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, প্রকৃতি ও ফলাফল আলোচনা কর।

১2। লেনিনের মৃত্যুর পর স্ট্যালিন ও ট্রটস্কির দ্বন্ধের কারণসমূহ ব্যাখ্যা কর ।

১৩। রাশিয়ার সমাজতন্ত্র সংহতকরণে যোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৪। সোভিয়েত ইউনিয়নের নতুন অর্থনৈতিক নীতি-এর বৈশিষ্ট্যসমূহ লিখ।

১৫। পটসমডাম সম্মেলনের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা কর।

১৬। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ কর।

১৭। অপারেশন বারবারোসা কী? হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের বর্ণনা দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৪/০৩/২০২০)।
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে? (Who is called the father of Modem Russia?)
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।

(খ) রাশিয়ার শেষ রাজবংশের নাম কী? (What is the name of the last Russian Dynasty?)
উত্তর : রোমানভ রাজবংশ।

(গ) ‘নিহিলিজম' শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Nihilism'?)
উত্তর : উচ্ছেদবাদ বা ধ্বংসবাদ ।

(ঘ) ডিসেমব্রিস্ট আন্দোলন' কত সালে হয়েছিল? (In which year 'Decembrist Movement' took place?)
উত্তর : ডিসেমব্রিস্ট আন্দোলন ১৮২৫ সালে সংঘটিত হয়।

(ঙ) রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়? (When did the Bolshevik Party form in Russia?)
উত্তর : রাশিয়ায় বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।

(চ) কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়? (Which revolution concluded the Czarism in Russia?)
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারী বিপ্লবের মাধ্যমে ।

(ছ) 'মেনশেভিক' শব্দটির অর্থ লিখ। (Write the meaning of the word 'Menshevic'.)
উত্তর : 'মেনশেভিক' শব্দটির অর্থ সংখ্যালঘু।

(জ) রাসপুটিন কে ছিলেন? (Who was Rasputin ?)
উত্তর : জার ২য় নিকোলাসের সময়কার একজন ধর্মযাজক।

(ঝ) RSDLP এর পূর্ণরূপ কী? (What is full form of RSDLP?)
উত্তর : RSDLP এর পূর্ণরূপ Russian Social Democratic Labour Party.

(ঞ) প্লেখানভ কে ছিলেন? (Who was Plekhanov ?)
উত্তর : নারদিক মতবাদে বিশ্বাসী একজন চিন্তাবিদ ছিলেন ।

(ট) "The Big Three" কাদের বলা হয়? (Who are known as "The Big Three"?)
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে ।

(ঠ)'অপারেশন বারবারোসা কী? (What is the 'Operation Barbarossa'?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।

খ-বিভাগ

২। উষ্ণ জলনীতি বলতে কী বুঝায়?

৩। রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে লিখ।

৪। ১৯০৫ সালের ‘রক্তাক্ত রবিবার' এর ঘটনার বিবরণ দাও।

৫। ফ্রেডারিক এঙ্গেলস এর পরিচয় দাও।

৬। 'স্ট্যালিনের এক রাষ্ট্রে সাম্যবাদ' কী? ব্যাখ্যা কর ।

৭। লেনিনের নতুন অর্থনৈতিক নীতির গুরুত্ব আলোচনা কর ।

৮। ব্রেস্ট লিটভস্কের চুক্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতার কারণ কী ছিল?

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।

১১। দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

১২। ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর ।

১৩। রাশিয়ায় মার্কসবাদ সম্পর্ক আলোচনা কর।

১৪। রাশিয়ার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।

১৫। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ঘটনা বিশ্লেষণ কর ।

১৬। স্টালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য মূল্যায়ন কর।

১৭। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।

The National University of Bangladesh's all-books and notice portal, nulibrary.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram