nulibrary

১৮৬১-১৮৬৫ সালের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর আমেরিকার পুনর্গঠন প্রশ্নে ফেডারেল ইউনিয়নকে সংগঠিত করাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে বিভিন্ন প্রশ্নে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল তা সমাধান করা সহজবোধ্য ছিল না। তবুও আব্রাহাম লিংকন এ্যান্ড্রু জনসন এবং কংগ্রেস যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন তার মধ্যে র‍্যাডিকেল পরিবর্তন অন্যতম। কিন্তু র‍্যাডিকেল পুনর্গঠনটি প্রথমদিকে কিছু আশা জাগিয়ে আবির্ভূত হলেও পরবর্তী সময়ে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। আর এই র‍্যাডিকেল পুনর্গঠন ব্যর্থতার মধ্যে ব্লাক ফ্রাইডে উল্লেখযোগ্য ।
ব্লাক ফ্রাইডে : র‍্যাডিকেল পুনর্গঠন ব্যর্থ হবার একটি বড় কারণ হলো প্রশাসনের সীমাহীন দুর্নীতি। উত্তর ও দক্ষিণাঞ্চলের সুবিধাবাদী শ্রেণিটি দু'অঞ্চলে এ ক্রান্তিলগ্নে সুযোগ গ্রহণ করে। যে যেভাবে পেরেছে সে সেভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে বিত্তশালী হয়ে উঠে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ফ্লোরিডার ১৮৬৯ সালের সরকারি প্রকাশনার খরচ ১৮৬০ সালের সবগুলো রাজ্যের খরচকে ছাড়িয়ে যায়। দক্ষিণ ক্যারোলাইনার আইনপরিষদ একটি সেখানে পরিষদ সদস্যদের জন্য রাজ্যসরকার একটি রেস্টুরেন্ট ও বার চালায়। তার খরচ দাঁড়ায় এক সেশনেই ১,২৫,০০০ ডলার। এছাড়া লুইজিয়ানার তরুণ গভর্নর ওয়ারমথ তার চার বছরের শাসনকালে অর্ধ মিলিয়ন ডলারের সম্পদ গড়ে তোলে । এগুলো তিনি করেছিলেন রাষ্ট্রীয় সম্পত্তি এবং স্কুল ফান্ডের বিনিময়ে। সেই সাথে সরকার এক প্রশাসনের মধ্যে থেকে ১৮৬৯ সালে সরকারের স্বর্ণনীতি সম্পর্কে মিথ্যা গুজব ছড়ায়। এ গুজব মিথ্যা প্রমাণিত হওয়ার পর স্বর্ণের দাম বেড়ে যায়। ফলে মাত্র একদিনে বহু মানুষ একবারে নিঃস্ব হয়ে যায়। ১৯৬৯ সালের এই দিনটি ব্লাক ফ্রাইডে নামে পরিচিত।


উপসংহার : পরিশেষে বলা যায় যে, যুদ্ধপরবর্তী বিধ্বস্ত দক্ষিণাঞ্চলের পুনর্গঠনের ক্ষেত্রে র‍্যাডিকেলদের পরিকল্পনা রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটের মধ্য পড়ে। আর এই সংকটের মধ্য ১৮৬৯ সালের ব্লাক ফ্রাইডে অন্যতম। এর ফলে র‍্যাডিকেল পুনর্গঠন অকার্যকর হয়ে পড়ে।

(ক) আমেরিকায় জন্মগ্রহণকারী প্রথম দাস সন্তানের নাম কি ?
উত্তর : উইলিয়াম টুকার।
(খ) লিবারেটের নামক সংবাদপত্রটির প্রকাশক কে ছিলেন?
উত্তর : উইলিয়াম লয়েড গ্যারিসন।
(গ) দি কোয়াটার্স কি?
উত্তর : দাসদের বাসস্থান ।
(ঘ) 'আংকেল টমস কেবিন' গ্রন্থের লেখক কে?
উত্তর : হ্যারিয়েট বীচার স্টোয়ে ।
(ঙ) কু ক্লাক্স ক্লান কি?
উত্তর : একটি শ্বেতাঙ্গ গুপ্ত সংগঠন।
(চ) ফার্মার্স এন্ড লেবার্স ইউনিয়ন অব আমেরিকা কি?
উত্তর : আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকদের একটি সমিতি ।
(ছ) AFL এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : AFL এর পূর্ণরূপ হলো- The American Federation
(জ)কটন জিন কে আবিষ্কার করেন?
উত্তর : এলি উইটনি (Eliwhitney)।
(ঝ) পানামা খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর : আটল্যান্টিক ও প্রশস্ত মহাসাগরকে ।
(ঞ) দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কোন নীতি অনুসরণ করে?
উত্তর : নিরপেক্ষতামূলক নীতি ।
(ট) গুয়াম কি?
উত্তর : একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির নাম
(ঠ)আমেরিকার নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯২০ সালে ।

ভূমিকা : আব্রাহাম লিংকন আধুনিক গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় নাম। তিনি বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমেরিকাকে অখণ্ডতা এবং সংহতি রক্ষা করে বিশ্বের রাজনীতিতে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমেরিকা এবং গণতন্ত্রের রক্ষক।
জন্ম ও পরিচয় : আব্রাহাম লিংকন ১৮০৯ সালে ফেঞ্চকিতে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল কঠোর পরিশ্রমে অতিক্রম হয়েছিল। ফলে তিনি একদিকে অসাধারণ দৈহিক শক্তির অধিকারী ছিলেন তেমনি চরিত্রে মানসিক শক্তির বিকাশ ঘটে। এছাড়াও তিনি মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। দয়া, সফলতা, উস্থিত বুদ্ধি, মিষ্টি ব্যবহার প্রভৃতি তাকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে। পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী তবুও তিনি রাজনৈতিক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন।আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ঘরে আব্রাহাম লিংকন মানুষকে তার জন্মগত অধিকারে প্রতিষ্ঠিত সিনে করতে ঘৃণীত ক্রীতদাস প্রথার উচ্ছেদ সাধন করেন। গণতান্ত্রিক নির্ব মতাবলম্বী দক্ষিণাঞ্চলের প্রজাতান্ত্রিক দলের নেতারা আব্রাহাম করে লিংকনের শাসন কর্তৃত্ব গ্রহণে অসন্তুষ্ট থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ব ঐক্য তথা মার্কিন ইউনিয়ন রক্ষার্থে দৃঢ় সংকল্প ছিলেন। ১৮ আব্রাহাম লিংকন সর্ব ক্ষমতার অধিকারী হয়েও স্বৈরাচারী ছিলেন না। তিনি ক্রীতদাস প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের আদিম, ও ঈশ্বরের দেওয়া অধিকার পুনঃস্থাপনের চেষ্টা করেছেন। আব্রাহাম লিংকন এক দুর্যোগপূর্ণ আমেরিকাকে অখণ্ড ও ঐক্যবদ্ধ স রাখতে অসামান্য অবদান রেখে পৃথিবীর মানচিত্রে যুক্তরাষ্ট্রকে সম্মান ও শক্তির আসনে প্রতিষ্ঠিত করেন।
চারিত্রিক ও গুণাবলি : আব্রাহাম লিংকন অন্য দৈহিক এক মানসিক শক্তির অধিকারী ছিলেন। কেঞ্চকী রাজ্যের একটি কাঠের কুঠিরে জন্মগ্রহণ করেও তিনি পরবর্তীতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিত্বের দৃঢ়তা মমত্ববোধ, নির্ভীকতাই তাকে ক্ষমতার শীর্ষে উন্নতি করেছিল। সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তিনি ছিলেন নির্মম ও নির্ভিক সংগ্রামী ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আধুনিক গণতন্ত্রের ইতিহাসে আব্রাহাম লিংকন ছিলেন একজন মহান শাসক। তিনি ছিলেন একজন কর্তব্যনিষ্ঠ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার সময় আমেরিকা শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেন। কেননা দাস প্রথা উচ্ছেদ, গণতন্ত্র প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি আজীবন মুক্তিকামী মানুষের জন্য, সংগ্রাম করেছেন। তিনি সারা বিশ্বে মুক্তিকামী মানুষের প্রেরণা হিসেবে আসীন হয়ে আছেন ।

২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি:

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

ইতিহাস

বিষয় কোড : 241501

[দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭)

ক বিভাগ

(ক) ভারতের কোম্পানি শাসনের অবসান হয় কত সালে?

[In which year Company rule in India was abolished? ]

উত্তর : ১৮৫৮ সালে

(খ) আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

[Who was the founder of Aligarh Movement ? ]

উত্তর : স্যার সৈয়দ আহমদ খান

(গ) মুসলীম লীগ কোথায় গঠিত হয়?

[Where the Muslim League was formed ? ]

উত্তর : ঢাকায়

(ঘ) কত সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেওয়া হয়?

[In which year announced the annulment of partition of Bengal?]

উত্তর : ১৯১১ সালে

(ঙ) অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?

[Who was the leader of the Non-Cooperation Movement ? ]

উত্তর : মহাত্মা গান্ধী

(চ) ১৯৩০–৩২ সালে লন্ডনে কতটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?

[How many Round Table Conference was held at London in 1930-32?]

উত্তর : ৩টি

(ছ) ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

[Who was the Governor General of India during the passing period of Indian Act of 1935?]

উত্তর : লর্ড উইলিংডন

(জ) ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

[In which year first general election of India was held?]

উত্তর : ১৯৩৭ সালে

(ঝ) কৃষক প্রজা পার্টি কতসালে গঠিত হয়?

[ When was the Krishak Praja Party formed ? ]

উত্তর : ১৯৩৬ সালে |

(ঞ) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

[Who proposed Lahore Resolution ? ]

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক |

(ট) মন্ত্রীমিশনে সদস্য সংখ্যা কতজন ছিল?

[How many members were in the Cabinet Mission?]

উত্তর : তিনজন |

(ঠ) ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?

[When the Indian Independence Act passed?]

উত্তর : ১৯৪৭ সালে

ইতিহাস

বিষয় কোড : 241503

[বাংলার ইতিহাস (১৯০৫-১৯৪৭) ]

ক বিভাগ

(ক) বঙ্গভঙ্গের পরে বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল?

[Where was the Capital of Bengal and Assam Province after partition?]

উত্তর : ঢাকায়

(খ) মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?

[When was the Morley - Minto reforms act passed? ]

উত্তর : ১৯০৯ সালে

(গ) বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?

[Who announced the annulment of the partition of Bengal?]

উত্তর : সম্রাট পঞ্চম জর্জ

(ঘ) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

[Who was the first President of Muslim League?]

উত্তর : নবাব ভিকার-উল-মূলক

(ঙ) অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?

[Who was the first Chief Minister of Undivided Bengal?]

উত্তর : খাজা নাজিমুদ্দিন

(চ) মহাত্মা গান্ধীর পূর্ণ নাম লেখ ।

[Write the full name of Mahatma Gandhi.]

উত্তর : মোহন দাস করম চাঁদ গান্ধী

(ছ) কৃষক-প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন?

[Who established the Krishak - Praja Party?]

উত্তর : এ কে ফজলুল হক

(জ) বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

[Who was the last Chief Minister of Bengal?]

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী

(ঝ) বাংলার ইতিহাসে ১৯৪৩ সাল বিখ্যাত কেন?

[Why is the year 1943 is famous in the history of Bengal ? ]

উত্তর : মহাদুর্ভিক্ষের জন্য |

(ঞ) কোন কমিশন জমিদারী প্রথা বিলুপ্ত করার সুপারিশ করেন?

[Which commission recommended the abolition of zamindary system?]

উত্তর : ফ্লাউড কমিশন

(ট) ১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত বাংলায় কয়টি মন্ত্রিসভা ছিল?

[How many cabinets were in Bengal from 1937 to 1947?]

উত্তর : চারটি

(ঠ) ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কখন?

[When was the Indian Sub-continent divided ? ]

উত্তর : ১৯৪৭ সালে

ইতিহাস

বিষয় কোড : 241505

[ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩–১৯৪৭)]

ক বিভাগ

(ক) কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত বর্ষে আগমন করে ।

[When did the English East India Company come to India.]

উত্তর : ২৪ আগস্ট ১৬০৮ সালে ভারতের সুরাট বন্দরে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে |

(খ) পিটের ভারত শাসন আইন কখন পাস হয়?

[When did Pitts Indian Act pass? ]

উত্তর : ১৭৮৪ সালে

(গ) প্রথম ভারত সচিব কে ছিলেন?

[Who was the first Secretary of the state of India?]

উত্তর : লর্ড স্ট্যানলে |

(ঘ) প্রথম ভারতীয় কাউন্সিল আইন কোন সালে প্রবর্তিত হয়?

[In which year was the first Indian Council Act introduced?]

উত্তর : ১৮৬১ সালে

(ঙ) কর্নওয়ালিশ কোড কী?

[What does mean Cornowallis Code? ]

উত্তর : লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি পরবর্তী সময়ে একসঙ্গে সংকলিত হয়ে কর্নওয়ালিশ কোড নামে পরিচিত হয় ।

(চ) এ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন?

[Who was Allan Octavian Hume ? ]

উত্তর : কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ আমলা ছিলেন।

(ছ) Laissez-Faire কথার অর্থ কী?

[What is the meaning of the word Laissez- Faire ? ]

উত্তর : মুক্তবাজার অর্থনীতি

(জ) মর্লি-মিন্টো কে ছিলেন?

[Who was Morly-Minto ? ]

উত্তর : মর্লি ছিলেন ভারত সচিব এবং মিন্টো ছিলেন গভর্নর জেনারেল |

(ঝ) লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?

[In which year Luckow Pact was signed? ]

উত্তর : ১৯১৬ সালে

(ঞ) কাইজার-ই-হিন্দ কার উপাধি ছিল?

[Whose title was Kaizer-i-Hind?]

উত্তর : মহারানী ভিক্টোরিয়ার

(ট) লর্ড মাউন্ট ব্যাটেন কে ছিলেন?

[Who was Lord Mount Baten ? ]

উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়

(ঠ) ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?

[When the Indian Independence Act passed?]

উত্তর : ১৯৪৭ সালে

ইতিহাস

বিষয় কোড : 241507

[আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ পর্যন্ত)]

ক বিভাগ

(ক) Fertile Crescent কী?

[What is Fertile Crescent ?]

উত্তর : উর্বর অর্ধচন্দকার

(খ) UAR এর পূর্ণরূপ লেখ ।

[Write down the full form of UAR.]

উত্তর : United Arab Reb Republic

(গ) পাশা শব্দের অর্থ কী?

[What is the meaning of the word Pasha ? ]

উত্তর : গভর্নর বা শাসন কর্তা বা জেলা শাসক

(ঘ) ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?

[What is the meaning of the word ‘Ataturk’?]

উত্তর : তুর্কি জাতির পিতা

(ঙ) নেপোলিয়ন কত সালে মিশর জয় করেন?

[When did Nepolean conquer Egypt?]

উত্তর : ১৭৯৮ সালে

(চ) আধুনিক ইরানের স্থপতি কে ছিলেন?

[Who was the architect of modern Iran?]

উত্তর : রেজা শাহ পাহলভী

(ছ) OPEC এর সম্প্রসারিত রূপ কী?

[What is the extended form of OPEC?]

উত্তর : Organization of Petroleum Exporting countries

(জ) ইসরাইল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়?

[When was the state of Israel established?]

উত্তর : ১৯৪৮ সালে

(ঝ) স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী?

[What is the name of the first president of independent Seria?]

উত্তর : কুয়াতলী

(ঞ) ‘দি ডেজার্ট কিং' গ্রন্থটির রচয়িতা কে?

[Who was the author of the book "The Desert King'? ]

উত্তর : Olivia Gates

(ট) লেবানন কত সালে স্বাধীনতা লাভ করে?

[When did Lebanon gain independent?]

উত্তর : ১৯৪৩ সালে

(ঠ) আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

[In which year was the Arab League established?]

উত্তর : ১৯৪৫ সালের ২২ মার্চ

ইতিহাস

বিষয় কোড : 241509

[সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত)]

ক বিভাগ

(ক) কাকে ‘মুক্তিদাতা জার' বলা হয়?

[Who is called 'Tsar Liberation' ? ]

উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে

(খ) ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?

[When did the Crimean War take place ? ]

উত্তর : ১৮৫৪ সালে

(গ) রাশিয়ার ইতিহাসে 'রক্তাক্ত রবিবারের' ঘটনা কখন ঘটে?

[When did the event of 'Bloody Sunday' take place in the history of Russia? ]

উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি।

(ঘ) রাশিয়ার শেষ রাজবংশের নাম কী?

[What is the name of the last dynasty in Russia?]

উত্তর : রোমানভ রাজবংশ

(ঙ) RSDLP এর পূর্ণরূপ কী?

[What is the full form of RSDLP? ]

উত্তর : Russian Social Democratic Labour Party

(চ) বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?

[Who was the founder of Bolshevik Party ? ]

উত্তর : লেলিন

ছ) কোন বিপ্লবকে ‘প্রভাতী তারা' বলা হয়?

[Which Revolution is called the 'Morning Star' ? ]

উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে

(জ) রাশিয়ায় ফেব্রুয়ারি বিপ্লবের পর কে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন?

[Who became the Prime Minister of Provisional Government after the

February Revolution in Russia? ]

উত্তর : কেরেনস্কি

(ঝ) USSR এর পূর্ণরূপ কী?

[What is the full form of USSR?]

উত্তর : Union of Soviet Socialist Republic.

(ঞ) দেশপ্রেমিক মহাযুদ্ধ' কত দিন স্থায়ী হয়েছিল?

[How long the 'Great Patriotic War' was lasted? ]

উত্তর : ১৯৪১ সালের ২২ জুন থেকে ১৯৪৫ সালের ৯ মে পর্যন্ত।

(ট) The Big Three ‘কাদের বলা হয়?

[Who are known as 'The Big Three ' ? ]

উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে

(ঠ) "অপারেশন বারবারোসা কী?

[ What is the Operation Barbarossa ? ]

উত্তর : হিটলারের রাশিয়া আক্রমনে পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা |

ইতিহাস

বিষয় কোড : 241511

[যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৮৬১–১৯৪৫)]

ক বিভাগ

(ক) আমেরিকায় সর্বপ্রথম দাস নিয়ে আসা হয় কখন?

[When the slaves were taken to America for the first time?]

উত্তর : ১৬১৯ সালে

(খ) “স্লেইভ কোড” কবে কার্যকর করা হয়?

[When did the 'Slave Codes" executed?]

উত্তর : ১৭০৫ সালে

(গ) আমেরিকার গৃহযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?

[How many years did civil war last in America?]

উত্তর : ৪ বছর

(ঘ) মিসৌরি আপসরফা কত সালে হয়?

[When did the Missouri Compromise happen?]

উত্তর : ১৮২০ সালে

(ঙ) “ফার্মার্স এন্ড লেবার ইউনিয়ন অব আমেরিকা” কী?

[What is the “Farmers and Labour Union of America" ? ] 

উত্তর : আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকদের একটি সমিতি

(ঘ) কটন জিন কে আবিষ্কার করেন?

[Who is invented the Cotton Zin?]

উত্তর : এলি উইটনি

(ছ) কোন আন্দোলনকে 'Efficiency Movement' নামে অভিহিত করা যায়?

[Which movement is called 'Efficiency Movement'?]

উত্তর : প্রগতিশীল আন্দোলনকে

(জ) Sherman Act কী?

[What is the Sherman Act? ]

উত্তর : থিওডর রুজভেল্টের শাসনামলে পাসকৃত ট্রাস্ট বিরোধী একটি আইন।

(ঝ) রুশ-জাপান যুদ্ধ কবে শুরু হয়?

[When did the Russo - Japanese War begin? ]

উত্তর : ১৯০৪-০৫ সালে

(ঞ) ‘নিউ ডিল' সংস্কার কর্মসূচি কে প্রবর্তন করেন?

[Who introduced 'New Deal' reforms programme?]

উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

(ট) মহামন্দা চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

[Who was the President of America during the Great Depression?]

উত্তর : হাবটি ইভার

(ঠ) ‘NATO’ এর পূর্ণরূপ লিখ ।

[Write down the elaboration of 'NATO’.]

উত্তর : North Atlantic Treaty Organization.

ইতিহাস

বিষয় কোড : 241513

[(ইউরোপের ইতিহাস (১৮১৫-১৯৩৯)]

ক বিভাগ

(ক) ভিয়েনা সম্মেলনে ইউরোপের কতগুলো রাষ্ট্র যোগদান করেছিল?

[How many European countries were joined in the Vienna Conference?] 

উত্তর : চারটি দেশ (ইংল্যান্ড, অষ্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়া)

(খ) ডিউক অব ওয়েলিংটন কে?

[Who was Duke of Wellington ?]

উত্তর : ওয়েলিংটনের ডিউক: আর্থার ওয়েলেসলি ওয়েলিংটনের প্রথম ডিউক হিসাবে পরিচিত। তাকে "নেপোলিয়নের বিজয়ী" হিসাবে বিবেচনা করা হত। 1815 সালে, তিনি নেপোলিয়নকে পরাজিত করে ওয়াটারলুর যুদ্ধ সমাপ্ত করেছিলেন ।

(গ) ‘পবিত্র চুক্তি’ কে ঘোষণা করেন?

[Who declared 'The Holy Alliance'?]

উত্তর : রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার

(ঘ) কার্লসবাড ডিক্রি কে জারি করেছিলেন?

[Who issued the Carlsbad degree ? ]

উত্তর : অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেটার নিক

(ঙ) 'ইয়াং ইতালী' কী?

[What is 'Young Italy'?]

উত্তর : ইয়ং ইতালি একটি গুপ্ত সমিতি। এটি যোসেফ মাইসিনির গঠন করেন। ইতালির যুবকদের নিয়ে তিনি এই দল গঠন করেন। এই দলের উদ্দেশ্য ছিল ইতালি থেকে অষ্ট্রিয়াকে বিতাড়িত করা।

(চ) যোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন?

[Who was Giuseppe Garibaldi?]

উত্তর :

ছ) কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়?

[Which country is called 'the Sickman of Europe?] 

উত্তর : তুরস্ককে

(জ) প্যারিস শান্তি সম্মেলনে ‘Big Four’ কাদের বলা হতো? 

[Who are the 'Big Four' at Paris Peace Conference? ]

উত্তর : যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্র প্রধানদের।

 (ঝ) ‘Communist Menifesto' গ্রন্থের রচয়িতা কে?

[Who was the author of 'Communist Menifesto'?]

উত্তর : Communist Manifesto গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস।

(ঞ) স্পেনের গৃহযুদ্ধ কত সালে সংঘটিত হয়?

[When was taken place 'the Spanish Civil War' ? ]

উত্তর : স্পেনের গৃহযুদ্ধ টা ১৯৩৬ থেকে ১৯৩৯ সালের মধ্যে হয় |

(ট) পাল হারবার কোথায় অবস্থিত?

[Where is located Parlharbour?]

উত্তর : পার্ল হারবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হ|ওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি।

(ঠ) League of Nations এর প্রস্তাবক কে?

[Who was the proposer of the League of Nations?]

উত্তর : আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন |

ইতিহাস

বিষয় কোড : 241515

(বাংলাদেশ : জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য)

ক বিভাগ

(ক) কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায়?

[In which book was the name 'Banga' found first?]

উত্তর : ঐতরেয় আরণ্যক গ্রন্থে

(খ) কোন বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন?

[Which Bangali was the first Chancellor of Nalanda University?] 

উত্তর : পণ্ডিত শীলভদ্র

(গ) চর্যাপদ কী?

[What is Charyapada ? ]

উত্তর : চর্যাপদ মূলত গানের সংকলন |

(ঘ) বাংলার প্রাচীন নদীবন্দরটির নাম কী?

[What is the name of the ancient river port of Bangla?]

উত্তর : তাম্রলিপ্তি

(ঙ) বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?

[Where is the Baro Shona Mosjid situated?]

উত্তর : বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত মুসলিম যুগের স্থাপত্য নিদর্শন। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হল বড় সোনা মসজিদ

(চ) 'The Spirit of Islam' গ্রন্থের লেখক কে?

[Who is the writer of the book ‘The Spirit of Islam' ? ]

উত্তর : সৈয়দ আমীর আলী

(ছ) 'এশিয়াটিক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

[Who was the founder of 'Asiatic Society' ? ]

উত্তর : স্যার উইলিয়াম জোন্স

(জ) টেরাকোটা কী?

[ What is Terracotta ?]

উত্তর : টেরাকোটা হলো পোড়া মাটির ফলক |

(ঝ) 'নবান্ন উৎসব' কখন উদযাপিত হয়?

[When is the time Nabanno festival celebrated?]

উত্তর : ১লা অগ্রহায়নে |

(ঞ) নীল কমিশন কত সালে গঠিত হয়?

[What is the year Indigo Commission was formed?]

উত্তর : ১৮৬০ সালের ৩১ মার্চ |

(ট) বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন কে?

[Who introduced western education in Bengal? ] 

উত্তর : মেকলে |

(ঠ) বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী?

[What was the name of the first published Bengali newspaper?]

উত্তর : সমাচার দর্পণ | যা ১৮১৮ সালের মে মাসে প্রকাশিত হয়।

ইতিহাস

বিষয় কোড : 241517

[প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস (নির্বাচিত বিষয়সমূহ)]

ক বিভাগ

(ক) ‘Subaltern' এর বাংলা প্রতিশব্দ কী?

[What is the Bengali synonym of 'Subaltern' ? ]

উত্তর : নিম্নবর্গ

(খ) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী?

[What is meant by Fakir - Sannyasi rebellion ? ]

উত্তর : ১৭৬০-১৮০০ সাল পর্যন্ত এদেশের ফকির সন্ন্যাসীগণ কর্তৃক সংঘটিত ইংরেজদের বিরুদ্ধে প্রথম গণ বিদ্রোহ।

(গ) 'Why Man Rebelled' গ্রন্থটির রচয়িতা কে?

[Who is the writer of the book 'Why Man Rebelled'?] 

উত্তর : টেড গুর।

(ঘ) নূরল-দীন কে ছিলেন?

[Who was Nural-Din ? ]

উত্তর : রংপুর জেলার কৃষক নেতা

(ঙ) চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন?

[Who was the leader of Chakma rebellion?]

উত্তর : নায়েব রুনু খান

(চ) বাংলার প্রথম সশস্ত্র আন্দোলন কোনটি?

[Which was the first armed rebellion of Bengal ? ]

উত্তর : ব্রিটিশ-বিরোধী আন্দোলন |

(ছ) ‘ওহাবি' শব্দের অর্থ কী?

[What is the meaning of the word 'Wahabi ' ? ]

উত্তর : নবজাগরণ |

(জ) বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়?—

[In which region of Bengal Santal revolt was occurred?]

উত্তর : বাংলার মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর |

(ঝ) ফরায়েজি আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?

[Where was the centre of Faraizi Movement ? ]

উত্তর : ফরিদপুর জেলায় |

(ঞ) কত সালে নীল কমিশন গঠিত হয়?

[In what year was the Indigo Commission formed?]

উত্তর : ১৮৬০ সালের ৩১ মার্চ |

(ট) তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

[Where did Titumir build the Bamboo Fort ? ] 

উত্তর : কলকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়ায়

(ঠ) তেভাগা আন্দোলনের স্লোগান কী ছিল?

[ What was the Slogan of Tebhaga movement ? ]

উত্তর : ৩টি

১. নিজ খোলানে ধান তোল |

2. আধি নয়, তেভাগা চাই |

৩. কর্জ ধানের সুদ নাই |

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-২১/০৯/২০১৭)। (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 241509
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)

ক-বিভাগ

(ক) USSR-এর পূর্ণরূপ কি?
উত্তর : Union Soviet Socialist Republic.

(খ) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।

(গ) “মীর” কি?
উত্তর : মীর একটি বিখ্যাত সমিতি।

(ঘ) “ইসক্রা” শব্দের অর্থ কি?
উত্তর : স্ফুলিঙ্গ।

(ঙ) কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয় ।

(চ) কোন বিপ্লবকে “প্রভাতী তারা” বলা হয়?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।

(ছ) বলশেভিক শব্দটির অর্থ লিখ ।
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু ।

(জ) ডিসেমব্রিস্ট আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৮২৫ সালে ।

(ঝ) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।

(ঞ) লেলিনের পুরো নাম কি?
উত্তর : লেলিনের পুরো নাম ভাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন।

(ট) লাল ফৌজ কি?
উত্তর : লাল ফৌজ হলো কমিউনিস্ট আর্মি ।

(ঠ) দেশপ্রেমিক মহাযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত

খ-বিভাগ

২। নিহিলিজম ব্যাখ্যা কর।

৩। ১৯০৫ সালের “রক্তাক্ত রবিবার” ঘটনার বিবরণ দাও।

৪। দ্বিতীয় আলেকজান্ডরকে কেন ‘মুক্তিদাতা জার' বলা হয়?

৫। কার্ল মার্কসের পরিচয় দাও!

৬। “এপ্রিল থিসিস” এর মুল বিষয়বস্তু ব্যাখ্যা কর।

৭। লেলিনের নতুন অর্থনৈতিক নীতর গুরুত্ব আলোচনা কর ।

৮। “যুদ্ধকালীন সাম্যবাদ”-ব্যাখ্যা কর।

৯। ১৯৩৬ সালের রুশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখ ।

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়াতে সংঘটিত বিভিন্ন বৈপ্লবিক আন্দোলনের বিবরণ দাও ।

১১। ১৯১৭ সালের রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর ।

১২। লেলিনের মৃত্যুর পর স্ট্যালিন ও ট্রটস্কির দ্বন্দ্বের কারণসমূহ ব্যাখ্যা কর।

১৩। রাশিয়ার সমাজতন্ত্র সংহতকরণে যোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৪। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।

১৫। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ কর।

১৬। অপারেশন বাররারোসা কি? হিটলারের সোভিয়েত ইউনিয়ান আক্রমণের বর্ণনা দাও।

১৭। সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের বিবরণ দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২৪/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়াও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) কাকে মুক্তিদাতা জার' বলা হয়?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে ।

(খ) ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।

(গ) সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : কার্ল মার্কস ।

(ঘ) RSDLP এর পূর্ণরূপ কি?
উত্তর : RSDLP এর পূর্ণরূপ হলো- Russian Social Democratic Labour Party.

(ঙ) চার্লস ওয়েন কে ছিলেন?
উত্তর : একজন ইংরেজ সমাজতান্ত্রিক ।

(চ) বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : লেনিন ।

(ছ) পোর্টস মাউথের সন্ধি কবে সম্পাদিত হয়?
উত্তর : ১৯০৫ সালে ।

(জ) কোন বিপ্লব রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটায়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।

(ঝ) 'The Big Three! কাদের বলা হয়?
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে।

(ঞ) 'সোভিয়েত' শব্দের অর্থ কি?
উত্তর : স্বশাসিত পরিষদ।

লেনিন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯২৪ সালের ২১ জানুয়ারি

(ঠ). অপারেশন বারবারোসা কি?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।

খ-বিভাগ

২। রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে টীকা লিখ ।

৩। নারোদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।

8। রাসপুটিন কে ছিলেন?

৫। দাস ক্যাপিটাল' এর উপর টীকা লিখ ।

৬। ফ্রেডারিক এঙ্গেলস এর পরিচয় দাও।

৭। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে বলশেভিকরা কেন সাফল্য লাভ করেছিল?

৮। রাপালো চুক্তি কি?

৯। মহাজোট সম্পর্কে সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও ।

১১। জার প্রথম নিকোলাসের বৈদেশিক নীতি আলোচনা কর।

১২। ৯০৫ সালের রুশ বিপ্লবের ফলাফল আলোচনা কর।

১৩। রাশিয়ার মার্কসবাদের প্রসার সম্পর্কে আলোচনা কর ।

১৪। রাশিয়ার গৃহযুদ্ধের কারণ বিশ্লেষণ কর।

১৫ | রুশ নেতা লেনিন-এর কৃতিত্ব মূল্যায়ন কর।

১৬। স্ট্যালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য সম্পর্কে লিখ।

১৭ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যোগদানের কারণগুলো বিশ্লেষণ কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২৩/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন? (Who was the last Tsar of Russia?)
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।

(খ) রাশিয়াতে কবে ‘সোস্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়? (When did the ‘Social Democratic Party' found in Russia?)
উত্তর : ১৮৯৮ সালে।

(গ) রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে? (When did the event of 'Bloody Sunday' take place in the
history of Russia?)
উত্তর : ১৯০৫ সালে ।

(ঘ)কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল? (When was the battle of Russo-Japan started?)
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয়।

(ঙ) ‘বলশেভিক’ শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Bloshevik?)
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু।

(চ) কোন বিপ্লবকে ‘প্রভাতী তারা' বলা হয়? (Which revolution is called 'Morning Star?)
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।

(ছ) USSR এর পূর্ণরূপ কী? (What is the full from of USSR?)
উত্তর : USSR এর পূর্ণরূপ হলো- Union of Soviet Socialist Republic.

(জ) কত সালে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল? (In which year 'Communist Manifesto' was published?)
উত্তর : ১৮৪৮ সালে ।

(ঝ) ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ' তত্ত্বের প্রবক্তা কে? (Who is the introducer of 'Dialectic Materialism' theory?)
উত্তর : কার্ল মার্কস ।

(ঞ) রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত? (Who wer known as Kulak in the history of Russia?)
উত্তর : সমৃদ্ধশালী কৃষকেরা ।

(ট) NEP এর পূর্ণরূপ কী? (What is the full form of NEP?)
উত্তর : NEP এর পূর্ণরূপ হলো- New Economic Policy.

(ঠ) ‘দেশপ্রেমিক মহাযুদ্ধ' কত দিন স্থায়ী হয়েছিল? (How long the 'Great Patriotic War' was lasted?)
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত ৷

খ-বিভাগ

.২। 'দ্বিতীয় আলেকজান্ডারকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়?

৩। বলশেভিক পার্টি সম্পর্কে টীকা লিখ ।

৪। 'এপ্রিল থিসিস' এর মূল বিষয়বস্তু ব্যাখ্যা কর ।

৫। নিহিলিজম ব্যাখ্যা কর ।

৬। কার্ল মার্কসের পরিচয় দাও।

৭। ‘যুদ্ধকালীন সাম্যবাদ' ব্যাখ্যা কর।

৮। ১৯৩৬ সালের রুশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখ ।

৯। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি উল্লেখ কর।

গ-বিভাগ

১0। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়াতে সংঘটিত বিভিন্ন বৈপ্লবিক আন্দোলনের বিবরণ দাও ।

১১। ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, প্রকৃতি ও ফলাফল আলোচনা কর।

১2। লেনিনের মৃত্যুর পর স্ট্যালিন ও ট্রটস্কির দ্বন্ধের কারণসমূহ ব্যাখ্যা কর ।

১৩। রাশিয়ার সমাজতন্ত্র সংহতকরণে যোসেফ স্ট্যালিনের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৪। সোভিয়েত ইউনিয়নের নতুন অর্থনৈতিক নীতি-এর বৈশিষ্ট্যসমূহ লিখ।

১৫। পটসমডাম সম্মেলনের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা কর।

১৬। ১৯৩৯ সালের রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ কর।

১৭। অপারেশন বারবারোসা কী? হিটলারের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের বর্ণনা দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৪/০৩/২০২০)।
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509

ক-বিভাগ

(ক) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে? (Who is called the father of Modem Russia?)
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।

(খ) রাশিয়ার শেষ রাজবংশের নাম কী? (What is the name of the last Russian Dynasty?)
উত্তর : রোমানভ রাজবংশ।

(গ) ‘নিহিলিজম' শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Nihilism'?)
উত্তর : উচ্ছেদবাদ বা ধ্বংসবাদ ।

(ঘ) ডিসেমব্রিস্ট আন্দোলন' কত সালে হয়েছিল? (In which year 'Decembrist Movement' took place?)
উত্তর : ডিসেমব্রিস্ট আন্দোলন ১৮২৫ সালে সংঘটিত হয়।

(ঙ) রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়? (When did the Bolshevik Party form in Russia?)
উত্তর : রাশিয়ায় বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।

(চ) কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়? (Which revolution concluded the Czarism in Russia?)
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারী বিপ্লবের মাধ্যমে ।

(ছ) 'মেনশেভিক' শব্দটির অর্থ লিখ। (Write the meaning of the word 'Menshevic'.)
উত্তর : 'মেনশেভিক' শব্দটির অর্থ সংখ্যালঘু।

(জ) রাসপুটিন কে ছিলেন? (Who was Rasputin ?)
উত্তর : জার ২য় নিকোলাসের সময়কার একজন ধর্মযাজক।

(ঝ) RSDLP এর পূর্ণরূপ কী? (What is full form of RSDLP?)
উত্তর : RSDLP এর পূর্ণরূপ Russian Social Democratic Labour Party.

(ঞ) প্লেখানভ কে ছিলেন? (Who was Plekhanov ?)
উত্তর : নারদিক মতবাদে বিশ্বাসী একজন চিন্তাবিদ ছিলেন ।

(ট) "The Big Three" কাদের বলা হয়? (Who are known as "The Big Three"?)
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে ।

(ঠ)'অপারেশন বারবারোসা কী? (What is the 'Operation Barbarossa'?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।

খ-বিভাগ

২। উষ্ণ জলনীতি বলতে কী বুঝায়?

৩। রাশিয়ার ভূমিদাস প্রথা সম্পর্কে লিখ।

৪। ১৯০৫ সালের ‘রক্তাক্ত রবিবার' এর ঘটনার বিবরণ দাও।

৫। ফ্রেডারিক এঙ্গেলস এর পরিচয় দাও।

৬। 'স্ট্যালিনের এক রাষ্ট্রে সাম্যবাদ' কী? ব্যাখ্যা কর ।

৭। লেনিনের নতুন অর্থনৈতিক নীতির গুরুত্ব আলোচনা কর ।

৮। ব্রেস্ট লিটভস্কের চুক্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।

৯। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতার কারণ কী ছিল?

গ-বিভাগ

১০। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও।

১১। দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয় কেন? ব্যাখ্যা কর।

১২। ১৯০৫ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর ।

১৩। রাশিয়ায় মার্কসবাদ সম্পর্ক আলোচনা কর।

১৪। রাশিয়ার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।

১৫। ১৯১৭ সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ঘটনা বিশ্লেষণ কর ।

১৬। স্টালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর সাফল্য মূল্যায়ন কর।

১৭। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি পর্যালোচনা কর।

ভূমিকা : রাশিয়ার, রোমানভ বংশের শাসন ইতিহাসে করেন। জার দ্বিতীয় আলেকজান্ডার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি তার যো ইতিহাসে মুক্তিদাতা জার হিসেবে খ্যাতি অর্জন করতে সমর্থ হন। তিনি রাশিয়ান সমাজব্যবস্থার সবচাইতে বড় সমস্যা ভূমিদাস | রাজনৈতি প্রথা উচ্ছেদ করে এ খ্যাতি অর্জন করেন। তার পূর্বে ভূমিদাস করেন। শ্রেণি অভ্যন্ত দুর্দশাগ্রস্ত পরিস্থিতি অতিক্রম করে আসছিল। করেছেন তাদের আর্থ-সামাজিক দুলবস্থা একটা সামাজিক সমস্যায় পরিণত হয়। ফলে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেন।

মুক্তিদাতা জার : রাশিয়ার ইতিহাসে জার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার হিসেবে বিখ্যাত। তার পূর্বে ভূমিদাস শ্রেণির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। ভূমিব্যবস্থায় তারা অভিজাত জমিদার শ্রেণির জমি চাষ করতো। এটা মূলত জমিদারদের জমির ছোট অংশ। এর বিনিময়ে তাদের জমিদারদের জমিতে তিন দিন বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। তাদেরকে গির্জা ও জমিদারদের কর প্রদান করতে হতো। তারা নানা রকম কর দেয়ার পর তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। তাদের কোনো ধরনের আর্থ-সামাজিক অধিকার ছিল না। তাদের ব্যক্তিগত সম্পদের কোনো অধিকার ছিল না। তাদের জীবন ছিল জমিদারদের কেনা গোলামের মতো। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তি অধিকার বলতে কিছু তাদের ছিল না। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কৃষক বিদ্রোহ দেখা দিতে থাকে। জার দ্বিতীয় আলেকজান্ডার ক্ষমতায় আরোহণ করার পর তিনি এ সমস্যা বিদূরিত করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি সেনাপতি রোস্টাভাস্টেভের নেতৃত্বে একটি কমিটি লি গঠন করেন। এই কমিটির রিপোর্ট প্রকাশিত হলে ১৮৬১ সালের ১৯ ফেব্রুয়ারি জার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন। ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র অনুযায়ী ৪ টি নীতির উপর ভিত্তি করে ক মুক্তির ঘোষণাপত্র জারি করা হয়। ১. ভূমিদাসদের স্বাধীন ও মুক্ত নাগরিক হিসেবে গণ্য করা হবে। ২. মুক্ত ভূমিদাসদের জীবিকার জন্যে জমি দিতে হবে। ৩. সমগ্র ব্যবস্থাটি শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে। ৪. অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাস প্রথার উচ্ছেদ করা হবে। এর ফলে ভূমিদাস শ্রেণি জমিদারদের অত্যাচারের হাত থেকে রেহায় পায়। কিছু সমস্যা থাকলেও মুক্তির ঘোষণাপত্রের মাধ্যমে মূলত কৃষক সম্প্রদায় মুি লাভ করে । এ কারণে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কৃষকরা যখন নিজেদের মতো করে শ্রমদান বা জমি চাষাবাদের সুযোগ পায় এবং তার মুক্ত জীবন লাভ করে। জার তাদের মুক্ত জীবনের সুযোগ করে দেয়। এ কারণে মূলত তাদের মুক্তিদাতা জার বলা হয়।

তাছাড়া নানা কারণে রাশিয়ান, সমাজব্যবস্থা তৎকালীন অন্যান্য ইউরোপীয় সমাজ ব্যবস্থা থেকে নিচুতে অবস্থান করছিল। জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়াকে এ বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেন। রাশিয়ার কৃষক সম্প্রদায় ও সমাজব্যবস্থাকে মুক্ত করার কারণে তাকে মুক্তিদাতা জার বলা হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, জার দ্বিতীয় আলেকজান্ডার মূলত যোগ্যতার কারণে ইতিহাসে খ্যাতি অর্জন করেন। রাশিয়ার দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যাগুলো তিনি তার যোগ্যতা দিয়ে সেভাবে সংস্কার কার্যক্রম পরিচালনা করেন। তিনি কৃষক সম্প্রদায়ের মুক্তি দেয়া পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করতে সাহায্য করেন। শুধু জনগণ তথা কৃষকদের নয় রাশিয়ার মুক্তির ব্যবস্থা করেছেন বলে তাকে “মুক্তিদাতা জার” বলা হয়।

ভূমিকা : কোনো বিপ্লবই নির্দিষ্ট কয়েকটি দিনের ঘটনা নয়, বরং অনেক সময় এবং শ্রমের পরে একটি বিপ্লব সংঘটিত হয় এবং প্রতিটি বিপ্লবই হলো অত্যন্ত ঘটনাবহুল। তবে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবের ঘটনাগুলো আরো বেশি তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ। কেননা এই বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল শোষণ বৈষম্যের যন্ত্রণায় আর্তনাদরত অমানবিক সমাজব্যবস্থাকে উচ্ছেদ করা এবং শত শত বছরের শোষণের সমাজব্যবস্থাকে উপড়ে ফেলা মোটেও সহজ কাজ ছিল না। সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী জার শাসকরে বিরুদ্ধে সংঘটিত হওয়া এই বিপ্লব ছিল পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক বিপ্লব। সাম্যভিত্তিক মানবিক সমাজের যে স্বপ্ন মানুষ যুগ যুগ ধরে লালন করে আসছিল তার রূপায়নই ছিল এই বিপ্লবের লক্ষ্য ।

অক্টোবর বিপ্লবের ধারণা : যদিও জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী ১৯১৭ সালের ২৫ অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। কিন্তু এই বিপ্লবের পূর্বের আরো ২টি বিপ্লবের ধারাবাহিকতা ছিল রুশ বিপ্লব। তাই বলা যায়, অক্টোবর বিপ্লব শুরু হয় মূলত ১৯১৭ সালের জানুয়ারি মাস থেকেই। নিম্নে অক্টোবর বিপ্লবের ঘটনাবলি বর্ণনা দেয়া হলো :

১. মার্চ/ফেব্রুয়ারি বিপ্লব : ১৯১৭ সালের মার্চ মাসে জার দ্বিতীয় গয়া নিকোলাসকে বিদ্রোহী সৈন্যরা পদত্যাগ করতে বাধ্য করে এর আগে এই পলাতক জারের ট্রেন-রেল শ্রমিকরা মাঝপথে থামিয়ে দিয়েছিল। ইন অনেক লোমহর্ষক ঘটনার মধ্য দিয়ে রাশিয়ার জার সরকারের পতন ঘটে। তারপর প্রথমে লভোভ এবং পরে কেরেনস্কি-এর নেতৃত্বে পর মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এই মন্ত্রিসভার বুর্জোয়া দল । কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাই সর্বেসর্বা ছিল। তাই লেনিন একে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলেছেন।

২. জুলাই-এর ঘটনা : বুর্জোয়া সরকার ১৯১৭ সালের ১৮ জুন জার্মানির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে দক্ষিণ রাশিয়ার গ্যালিসিয়া উদ্ধার করার জন্য। কিন্তু রাশিয়ার এ অভিযান র ব্যর্থ হয় এবং প্রায় ৬০,০০০ সৈনিক হতাহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেশিনগান রেজিমেন্টের সৈন্যরা ২ জুলাই শ্রমিকদের সাথে নিয়ে একটি অভিযানের পরিচালনা করে এবং তা ব্যর্থ হয়। লেনিন যদিও নিজেকে এবং শ্রমিকদেরকে এ ব্যাপারে থেকে বিরত থাকার আহ্বান জানান। কিন্তু ৫ লক্ষ উত্তেজিত শ্রমিক ও সৈনিক ৪ জুলাই পেট্রোগ্রাদে বিক্ষোভ করে এবং সরকারি বাহিনী তাদের উপর আক্রমণ চালায়। বলশেভিকদের অফিস ভেঙে দেয় ও গ্রেফতার করে। লেনিনকে জার্মানের চর বলা হয় এবং হত্যার চেষ্টা করলো । এই ঘটনাটি রুশ বিপ্লবকে ত্বরান্বিত করে।

৩. লেনিনের কর্তৃত্ব গ্রহণ : ১৯০৫ সালে ভ্লাদিমির ইলিচ লেনিন এবং আলেকজান্ডার বগদানভ বলশেভিক দলটি প্রতিষ্ঠা করেন। এই দলটি ছিল সংগঠিত শ্রমিক গোষ্ঠী। যা কিনা কেন্দ্রীভূত গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতো। এই দলটির সদস্যের কর্মীরা নিজেদের রাশিয়ার বিপ্লবী শ্রমিক শ্রেণির নেতা বলে দাবি করতো। রুশ বিপ্লবের অন্যতম পুরোধা ছিলেন। ফেব্রুয়ারি বিপ্লবের সময় তিনি দেশে ছিলেন না। পরবর্তীতে তিনি দেশে ফিরে ১৯১৭ সালের ৭ অক্টোবর ফিনল্যান্ডে থেকে ফিরে এসে রাশিয়ার বিপ্লবের নেতৃত্ব নেন।

৪. অভ্যুত্থানের প্রস্তুতি : লেনিন ১০ অক্টোবর বলশেভিক দলের কেন্দ্রীয় কমিটির একটি গোপন বৈঠক বসান। সেই বৈঠকে তিনি একটি সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে অস্থায়ী সরকারকে উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সবাইকে অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে বলেন। অভ্যুত্থানের প্রস্তুতি স্বরূপ বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটি, পেট্রোগ্রাদ সোভিয়েত, ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কমিটি, সেনা ও সৈন্যবাহিনী থেকে লোকজন নিয়ে বিপ্লবী সাময়িক কমিটি গঠন করা হয়।

৫. প্রতিনিধি নিয়োগ : লেনিন সাময়িক কমিটি গঠন করার পর কমিটির বিভিন্ন কার্যাবলি পরিচালনা করার জন্য স্ট্যালিন, সাদলভ, বনাজিনস্কি কুবনভ আর উরিটস্কিকে নিয়োগ দেন। এসব ব্যক্তিবর্গের দায়িত্ব ছিল সাময়িক অভ্যুত্থানের প্রস্তুতি সূচারুরূপে সম্পন্ন করা। লেনিন নিজে সকলের সাথে বৈঠক ডেকে অভ্যুত্থানের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করতেন যাতে অভ্যুত্থানে সফল হয় ।

৬. অভ্যুত্থানের তথ্য ফাঁস : বলশেভিক পার্টির একটি বর্ধিত সভায় ১৬ অক্টোবর লেনিন অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা | বিপ্লব ছিল করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় কমিটির অন্যতম ২ জন বিপ্লবের সদস্য কামেনভ ও জিনেভিয়েভ সশস্ত্র অভ্যুত্থানের বিরোধিতা করেন। বিপক্ষে তবে তারা কেবল বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং কেরনস্কির কাছ পেট্রোগ্রা সশস্ত্র অভ্যুত্থানের সকল গোপন তথ্য ফাঁস করে দেয় যা পরে | এগুলোে পত্রিকায় প্রকাশ হয়। এতে অস্থায়ী সরকার অভ্যুত্থানে মোকাবেলা করার জন্য পেট্রোগ্রাদ ও মস্কোতে সাময়িক শক্তি জড়ো করে ।

৭. অভ্যুত্থানের ১ম পর্ব : নতুন ক্যালেন্ডার অনুয়ায়ী ৬ নভেম্বর সকালবেলা (২৪ অক্টোবর জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী) লেনিনের নির্দেশানুযায়ী লালফৌজ ও বিপ্লবী সেনারা রেলস্টেশন, ডাকঘর, তারঘর, পার্লামেন্ট ভবন, রাষ্ট্রীয় ব্যাংকের ভবনসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে দেয়। এভাবেই পেট্রোগ্রাদের স্মোলনি বালিকা ইনস্টিটিউটকে প্রধান ঘাঁটি করে অক্টোবর বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন হয়।

৮. অভ্যূত্থানের ২য় পর্ব : জারের নীতি প্রাসাদ তথা কেরেনস্কি সরকারের প্রধান কর্মস্থলকে লক্ষ করে যুদ্ধজাহাজ আরোরাতে কামান আগেই বসানো ছিল। সেদিন সকাল নাগাদ অস্থায়ী সরকারের সকল সৈনিকদের প্রতিরোধে চূর্ণ করা হয়। রাত ৯.৪৫ নাগাদ জাহাজ আরোরা থেকে প্রাসাদে কামাল দাগা শুরু হয়। বলশেভিকরা শীত প্রাসাদ দখল করে মন্ত্রীদের প্রলে গ্রেফতার করে। তাদের পিটারপল দুর্গে আটকে রাখা হয়। কেরেনস্কি ও তার সহযোগীরা পালিয়ে যায়। আশ্চর্যজনকভাবে সামান্য রক্তপাতের মাধ্যমেই এই বিপ্লব সংঘটিত হয়েছিল।

৯. সফল সমাজতান্ত্রিক বিপ্লব : পৃথিবীর যেকোনো বিপ্লবই মানু অনেক রক্তের মাধ্যমে সফল হয়। কিন্তু আধুনিক বিশ্বের অন্যতম নিয়ামক আন্দোলন বলশেভিক আন্দোলনে খুবই সামান্য পৃথি রক্তপাত হয়েছিল। কেননা এটা ছিল গণমানুষের বিপ্লব। রাশিয়ার অধিকাংশ মানুষই বিপ্লবের অংশ নিয়েছিল এবং জার বির সকল রথী-মহারথীরা পালিয়ে যায়। বুর্জোয়া সরকারের মন্ত্রীদের অব আটক করে পিটবুল দুর্গে রাখা হয়। তাই তেমন একটা প্রতিরোধ । মা ছাড়াই লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয় ।

১০. পুঁজিবাদের পতন : অক্টোবর বিপ্লব ছিল পুঁজিবাদের কিন্তু বিরুদ্ধে। কেননা ফেব্রুয়ারি বিপ্লবে জার শাসনের অবসানের পর সকলে ভেবেছিল যে সমাজে ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠা হবে। শাসন ক্ষমতা জারের হাত থেকে অভিজাত ও বুর্জোয়া শ্রেণির হাতে যায়। এই বুর্জোয়ারা বলতে গেলে জার সরকারেরই অন্যরূপ ছিল। ফলে জনগণের কোনো লাভ হয়নি, বরং এই সরকার পুঁজিবাদের বিকাশে অনেক ভূমিকা রাখছিল। তাই লেনিন এই সামরিক ও পুঁজিবাদী সরকারের পতনের জন্য আন্দোলনের ডাক দিলেন এবং অবশেষে রাশিয়ার সমাজতন্ত্রের পতন ঘটে।

১১. বলশেভিক দলের ক্ষমতা গ্রহণ : অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের পর জার শাসকের পুরোপুরি পতন ঘটে। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা কার হাতে যাবে এই প্রশ্ন উঠে । স্বাভাবিকভাবেই নেতৃত্বদানকারী বলশেভিক দলই ক্ষমতা গ্রহণ করেন অর্থাৎ লেনিন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েই লেনিন রাষ্ট্র পরিচালনায় মন দিতে পারেননি।

১২. প্রতিবিপ্লবীদের দমন : যদিও অক্টোবর বিপ্লব গণমানুষের বিপ্লব ছিল তার মানে এই না যে রাশিয়ার সব মানুষই সমাজতান্ত্রিক বিপ্লবের পক্ষপাতি ছিল। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপ্লবের বিপক্ষে ছিল তারা প্রতিবিপ্লব করার চেষ্টা করলো। যেমন মস্কো ও পেট্রোগ্রাদের পৌরসভাগুলো বিপ্লবের বিপক্ষে ছিল বলে লেনিন এগুলোকে ভেঙে দেন। লেনিনকে বিপ্লবের পর প্রতিবিপ্লবীদের দমন করার প্রতি মনোযোগ দিতে হয়।

১৩. প্রজাতন্ত্রে প্রতিষ্ঠা : মহান অক্টোবর বিপ্লবের অন্যতম মূল উদ্দেশ্য ছিল জার শাসনের ও বুর্জোয়া শাসনের অবসান ঘটিয়ে মজলুম সাধারণ কৃষক শ্রমিক তথা প্রলেতারিয়েতদের শাসন প্রতিষ্ঠা করা। লেনিন তাই বুর্জোয়া ও অভিজাতদের সংসদ ডুমা ভেঙে দেন। পুরোনো প্রশাসনিক ও শাসনতান্ত্রিক কাঠামো পুরোপুরি ভেঙে একটি নতুন রাশিয়ার জন্ম দেন। যার নাম হয় প্রজাতান্ত্রিক সমাজতান্ত্রিক রাশিয়া।

১৪. অক্টোবর বিপ্লবের প্রকৃতি : অক্টোবর বিপ্লব ছিল পৃথিবীর অন্যতম সফল বিপ্লব। প্রকৃতগত দিক থেকে এটি ছিল একটি সমাজতান্ত্রিক বিপ্লব। লেনিন এই আন্দোলনের গড়ে তোলেন যাতে রাশিয়ার সামন্তবাদ ও পুঁজিবাদের অবসান টানে । যাতে মজলুম, শোষিত, বঞ্চিত সাধারণ কৃষক শ্রমিক তথা প্রলেতারিয়েতদের শাসন প্রতিষ্ঠা পায়। সকল ভূমি ও কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চলে যায়। সকল ধরনের উপাদনের উপকরণ ও উৎপাদনের উপায় এবং বণ্টন ব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় নেয়া হয়। যাতে সমাজে সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে সাম্য, মৈত্রী ও ন্যায় প্রতিষ্ঠা পায় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, অক্টোবর বিপ্লব ছিল এই পৃথিবীর জন্য এক নতুন সমাজব্যবস্থার দ্বার উন্মোচনের বিপ্লব। এক নতুন যুগের সূচনা হয়। এই বিপ্লব ছিল সামন্তবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে । এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জার ও বুর্জোয়া ঈশ্বরতন্ত্রের অবসান ঘটে। মূলত ফেব্রুয়ারি বিপ্লবের জার শাসনের পতনের মাধ্যমইে অক্টোবর বিপ্লবের বীজ বোনা হয়ে যায় ।

ভূমিকা : রুশ বিপ্লবের প্রথম সূচনা হয়েছিল মূলত ১৯০৫ সালের ২২ ফেব্রুয়ারি। ইতিহাসে একে ব্লাডি সানডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। জার দ্বিতীয় নিকোলাস শাসনের বিরুদ্ধে সেদিন তরুণ ফাদার গাপনের নেতৃত্ব এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে জারের পেটোয়া বাহিনী। প্রকাশ্যে বিনা বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে জনগণ বিক্ষোভ ডাকলে হরতাল অবরোধে পুরো রাশিয়া স্থবির হয়ে পড়ে। এই সময় রাজনৈতিক ব্যক্তি শ্রেণি ও শ্রমিকরা পার্লামেন্ট শাসনের দাবি জানান। কৃষক শ্রেণি জমিদার থেকে তাদের জমি দখলে নিয়েছিল এবং সৈন্যরা জনগণের সাথে মিলে বিদ্রোহের ঘোষণা দেয়। এর ফলে পরবর্তীতে অন্যান্য বিপ্লব উৎসাহিত হয়েছিল ।

১৯০৫ সালের বিপ্লবের কারণ : ১৯০৫ সালে রাশিয়ার বিপ্লবের বহুবিদ কারণ বিদ্যমান ছিল। কিন্তু রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণই ১৯০৫ সালের বিপ্লবের জন্য বেশি দায়ী। নিম্নে এই কারণসমূহ আলোচনা করা হলো :

(ক) সামাজিক কারণ : ১৯০৫ সালের রাশিয়ার বিপ্লবের অন্যতম একটি কারণ হলো সামাজিক অবস্থান। জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার বিলুপ্তি করলেও তখন পর্যন্ত কোনো মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব হয়নি। যার ফলে সমাজ একদিকে বৃহত্তর প্রতিনিধিত্বকারী আর অন্যদিকে অভিজাত শ্রেণি এই দুই শ্রেণিতে বিভক্ত হয়ে পড়লে তাদের মধ্যে বিরাট ব্যবধান লক্ষ করা যায়। এজন্য সমাজের দুর্নীতি ও অর্থলিপ্সার কারণে সমাজে নানা ধরনের সংকট সৃষ্টি হয়। যা ১৯০৫ সালের বিপ্লবকে উৎসাহিত করে তোলে ।

(খ) অর্থনৈতিক কারণ : বিংশ শতকের পূর্বে রাশিয়ার অত্যন্ত দ্রুতগতিতে শিল্পায়ন হলেও যার কোনো মূলভিত্তি ছিল না। ১৯০৪ সালে রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। যা রাশিয়ার অর্থনীতির জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়াও রুশ-জাপান যুদ্ধের কারণেও রাশিয়ার অর্থনৈতিক গতি রুদ্ধ হয়ে পড়ে। যার ফলে সমাজে মন্দা দেখা দিলে রাষ্ট্র অসন্তুষ্ট বৃদ্ধি পেলে যা ১৯০৫ সালের বিপ্লবের গতিকে গতি সঞ্চার করে।

(গ) রাজনৈতিক কারণ : প্রায় তিন শতক ধরে রাশিয়ার জারের স্বৈরাতান্ত্রিক শাসন চলাকালে সমাজে সর্বত্র জারের হ একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখন শাসনব্যবস্থায় | বিকেন্দ্রীকরণের কোনো ব্যবস্থাও ছিল না। যার ফলে তখন নির্বিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার। সংবাদপত্রের ড স্বাধীনতা খর্ব, নির্বাসন ও বিচারের নামে প্রহসন করা হতো । এতে সাধারণত মানুষ দুর্বিষহ অবস্থায় পতিত হয়। যার ফলে ল সর্বশ্রেণির মানুষের মধ্যে বিক্ষোভের দানা বাঁধতে থাকে। অবশেষে ১৯০৫ সালের বিপ্লবের সূচনা হয় ।

(ঘ) রুশ-জাপান যুদ্ধ : ১৯০৪-০৫ সালের রুশ জাপান যুদ্ধ রাশিয়ার সমগ্র প্রাচ্যের ইতিহাসকে দারুণভাবে প্রভাবিত করে। এ যুদ্ধে যদিও জাপান বিজয় লাভ করলেও প্রাচ্যবাসী নিজেদের অর্জন বলে প্রচার করতে থাকে। আবার এই যুদ্ধের ফলে রাশিয়াকে চরম অর্থনৈতিক সংকটে পড়তে হয়। এতে সাধারণত জনগণের মধ্যে জাতীয় স্বার্থে এই যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভের ডাক দেয়। যার ফলশ্রুতিতে ১৯০৫ সালে বিপ্লব ত্বরান্বিত হয় ।

(ঙ) দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী মনোভাব : তৃতীয় আলেকজান্ডার মৃত্যুর পর তার পুত্র (১৮৯৪ সালে) ২য় নিকোলাস ক্ষমতায় আরোহণ করেন। তিনি পিতার মতো স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা খর্ব ও দেশে চলমান দুর্নীতি, নির্যাতন ও বিচারের নামে প্রহসন চালু রাখে এবং সর্বপ্রকার র। গণতান্ত্রিক কার্যক্রম কঠোরভাবে দমন করলে জনগণের মনে ক্ষোভ আরো বৃদ্ধি পায়। যার ফলে বিপ্লবের পথ আরো গতি সঞ্চায়িত হয় ।

(চ) দার্শনিক ও সাহিত্যিকদের অবদান : ১৯০৫ সালের রুশ বিপ্লবের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল তৎকালীন দার্শনিক ও সাহিত্যিকদের অনুপ্রেরণা। তাঁরা তৎকালীন সমাজের বিভিন্ন চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরনের। যার ফলে জনগণ তাদের অধিকার ও বৈষম্য সম্পর্কে ধারণা লাভ করে। এতে বিক্ষোভ আরো গতি লাভ করে। তখন দার্শনিক ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন ম্যাক্সিম গোর্কি, পুসকিন, নিউটলস্টয়, দত্তনেভস্কি প্রমুখ ।

১৯০৫ সালের বিপ্লবের ফলাফল : সাধারণত ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থ হলেও রাশিয়ার জারতন্ত্রের মূলে আঘাত হানে।দ্বিতীয় নিকোলাস এই বিপ্লবের থেকে বুঝতে সক্ষম হয়।

(ক) ১৯১৭ সালের পটভূমি সৃষ্টি : ১৯১৭ সালের সমাজতান্ত্রিক য়। বিপ্লবের পটভূমি সৃষ্টি হয় ১৯০৫ সালের রাশিয়ার বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সরকার নতুনভাবে
পদক্ষেপ নেয় ।

(খ) সমাজ কাঠামোর পরিবর্তন : রাশিয়ার ১৯০৫ সালের বিপ্লবের ফলে সমাজ কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়। যার পলে পরবর্তীতে সকল শ্রেণির জনগণ একতাবদ্ধ হয়ে জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ তোলে ।

(গ) অভ্যন্তরীণ পরিবর্তন : ১৯০৫ সালের বিপ্লবের ফলে অভ্যন্তরীণ পরিবর্তন হয়। শ্রমিক, কৃষক, সকল শ্রেণির জনসাধারণ একসাথে জারতন্ত্রের সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে। যার ফলে রাশিয়ার প্রচলিত আমলাতন্ত্র চরম সমস্যার সম্মুখীন হয় ।

(ঘ) আন্তর্জাতিক প্রভাব : ১৯০৫ সালের বিপ্লবের ফলে রাশিয়ার উপর আন্তর্জাতিক প্রভাব বিস্তার করে। এতে রাশিয়ার অনুপ্রেরণার অন্যান্য দেশের জনগণ ও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব শুরু করে। যেমন- ইতালি, ‘হাঙ্গেরি, জার্মানির, শ্রমিকরা রাশিয়ার অনুপ্রেরণার সংগ্রামকে আরো গতিশীল রূপ দেয় । যার ফলে বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯০৫ সালের রাশিয়ার বিপ্লবের পিছনে নানাবিধ কারণ প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। তবে এই বিপ্লবের মূল কারণটি ১৯০৪-০৫ সালের রুশ-জাপান যুদ্ধের মধ্যে নিহিত ছিল। এছাড়াও বিভিন্ন রাজনীতিবিদ ও দার্শনিকের ভূমিকাও ছিল পর্যাপ্ত। এই বিপ্লবের ফলে রাশিয়ার সামাজিক পরিবর্তনসহ সারা বিশ্বে স্বৈরাচারী আন্দোলনের সূচনা সৃষ্টি হয় ৷

ভূমিকা : রাশিয়ার, রোমানভ বংশের শাসন ইতিহাসে করেন। জার দ্বিতীয় আলেকজান্ডার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি তার যো ইতিহাসে মুক্তিদাতা জার হিসেবে খ্যাতি অর্জন করতে সমর্থ হন। তিনি রাশিয়ান সমাজব্যবস্থার সবচাইতে বড় সমস্যা ভূমিদাস | রাজনৈতি প্রথা উচ্ছেদ করে এ খ্যাতি অর্জন করেন। তার পূর্বে ভূমিদাস করেন। শ্রেণি অভ্যন্ত দুর্দশাগ্রস্ত পরিস্থিতি অতিক্রম করে আসছিল। করেছেন তাদের আর্থ-সামাজিক দুলবস্থা একটা সামাজিক সমস্যায় পরিণত হয়। ফলে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেন।

মুক্তিদাতা জার : রাশিয়ার ইতিহাসে জার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার হিসেবে বিখ্যাত। তার পূর্বে ভূমিদাস শ্রেণির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। ভূমিব্যবস্থায় তারা অভিজাত জমিদার শ্রেণির জমি চাষ করতো। এটা মূলত জমিদারদের জমির ছোট অংশ। এর বিনিময়ে তাদের জমিদারদের জমিতে তিন দিন বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। তাদেরকে গির্জা ও জমিদারদের কর প্রদান করতে হতো। তারা নানা রকম কর দেয়ার পর তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। তাদের কোনো ধরনের আর্থ-সামাজিক অধিকার ছিল না। তাদের ব্যক্তিগত সম্পদের কোনো অধিকার ছিল না। তাদের জীবন ছিল জমিদারদের কেনা গোলামের মতো। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তি অধিকার বলতে কিছু তাদের ছিল না। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কৃষক বিদ্রোহ দেখা দিতে থাকে। জার দ্বিতীয় আলেকজান্ডার ক্ষমতায় আরোহণ করার পর তিনি এ সমস্যা বিদূরিত করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি সেনাপতি রোস্টাভাস্টেভের নেতৃত্বে একটি কমিটি লি গঠন করেন। এই কমিটির রিপোর্ট প্রকাশিত হলে ১৮৬১ সালের ১৯ ফেব্রুয়ারি জার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন। ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র অনুযায়ী ৪ টি নীতির উপর ভিত্তি করে ক মুক্তির ঘোষণাপত্র জারি করা হয়। ১. ভূমিদাসদের স্বাধীন ও মুক্ত নাগরিক হিসেবে গণ্য করা হবে। ২. মুক্ত ভূমিদাসদের জীবিকার জন্যে জমি দিতে হবে। ৩. সমগ্র ব্যবস্থাটি শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে। ৪. অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাস প্রথার উচ্ছেদ করা হবে। এর ফলে ভূমিদাস শ্রেণি জমিদারদের অত্যাচারের হাত থেকে রেহায় পায়। কিছু সমস্যা থাকলেও মুক্তির ঘোষণাপত্রের মাধ্যমে মূলত কৃষক সম্প্রদায় মুি লাভ করে । এ কারণে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কৃষকরা যখন নিজেদের মতো করে শ্রমদান বা জমি চাষাবাদের সুযোগ পায় এবং তার মুক্ত জীবন লাভ করে। জার তাদের মুক্ত জীবনের সুযোগ করে দেয়। এ কারণে মূলত তাদের মুক্তিদাতা জার বলা হয়।

তাছাড়া নানা কারণে রাশিয়ান, সমাজব্যবস্থা তৎকালীন অন্যান্য ইউরোপীয় সমাজ ব্যবস্থা থেকে নিচুতে অবস্থান করছিল। জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়াকে এ বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেন। রাশিয়ার কৃষক সম্প্রদায় ও সমাজব্যবস্থাকে মুক্ত করার কারণে তাকে মুক্তিদাতা জার বলা হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, জার দ্বিতীয় আলেকজান্ডার মূলত যোগ্যতার কারণে ইতিহাসে খ্যাতি অর্জন করেন। রাশিয়ার দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যাগুলো তিনি তার যোগ্যতা দিয়ে সেভাবে সংস্কার কার্যক্রম পরিচালনা করেন। তিনি কৃষক সম্প্রদায়ের মুক্তি দেয়া পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করতে সাহায্য করেন। শুধু জনগণ তথা কৃষকদের নয় রাশিয়ার মুক্তির ব্যবস্থা করেছেন বলে তাকে “মুক্তিদাতা জার” বলা হয়।

nulibrary
The National University of Bangladesh's all-books and notice portal, nulibrary.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram