nulibrary

সাইকস-পিকো চুক্তির বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।

Reading Time: 1 minute

ভূমিকা : ১৯১৪ সালের ১ম বিশ্বযুদ্ধ শুরু হলে আরব উপদ্বীপের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শরীফ হোসেন ব্রিটিশ হাইকমিশনার স্যার হেনরি ম্যাকমোহনের সাথে পত্রালাপ করেন। এই পত্র চুক্তি চলাকালেই ব্রিটেন ও ফ্রান্সের সরকার সাইকাস-পিকো নামক আরেকটি গোপন চুক্তি সম্পাদন করে আরব উপদ্বীপকে নিজেদের মধ্যে ভাগাভাগি ও অন্যান্য স্বার্থগত ব্যাপারে দলিল স্বাক্ষর করে।

→ সাইকাস-পিকো চুক্তি : হোসেন-ম্যাকমোহন পত্রালাপ বন্ধ হওয়ার ৬ মাস পর সাইকাস-পিকো চুক্তি সম্পাদিত হয়। এটা ছিল গোপন ত্রিপক্ষীয় আঁতাতের একটি অংশ বিশেষ ৷

হোসেন-ম্যাকমোহন পত্রালাপ চলাকালেই ১৯১৫ সালের ১৫ ডিসেম্বর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ব্রিটেনের পক্ষে স্যার মার্ক সাইকাস ও ফ্রান্সের পক্ষে জর্জ পিকো আরব উপদ্বীপ নিয়ে একটি গোপন চুক্তি সম্পাদন করেন ।

এই চুক্তির শর্তাবলি নিম্নরূপ :
(ক) আরব উপদ্বীপের বিভাজন : চুক্তির সাথে সংযুক্ত মানচিত্রে A চিহ্নিত সিরিয়াকে ফ্রান্সের অধীনে এবং B চিহ্নিত এলাকা ব্রিটেনের অধীনে থাকবে ।

(খ) ফিলিস্তিন : ধর্মীয় গুরুত্বের কারণে প্যালেস্টাইনকে একটি আন্তর্জাতিক শাসনব্যবস্থার কথা বলা হয় ।

(গ) পানি বণ্টন : মানচিত্রের A চিহ্নিত এলাকার মধ্য দিয়ে প্রবাহিত দজলা ও ফোরাত নদীর পানি B চিহ্নিত এলাকার ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণে দেয়ার ব্যাপারে ব্রিটেনকে প্রতিশ্রুতি দেয়া হয় ।

(ঘ) রেলপথ চুক্তি : A চিহ্নিত এলাকায় বাগদাদ রেলপথ মসুল এর দক্ষিণে প্রসারিত করা যাবে না এবং B চিহ্নিত এলাকায় সামাররা তার সর্বোত্তম সীমা হবে ।

(ঙ) বন্দরবিষয়ক চুক্তি : ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্যের জন্যে আলেকজান্দ্রেত্তা বন্দরকে ‘মুক্ত বন্দর' বলা হয়।

(চ) শুল্কবিষয়ক চুক্তি : লোহিত এবং A ও B এলাকায় ওসমানীয়া আমলে প্রচলিত হারে আবগারি কর থাকবে এবং ব্রিটিশ ও ফ্রান্সের সম্মতি ছাড়া এ হার কমানো যাবে না ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সাইকাস-পিকো এবং হোসেন-ম্যাকমোহন চুক্তি দুটি ফ্রান্স ও ব্রিটেনের চাল মাত্র। এ দুটির মাধ্যমে তারা আরবদের সাথে অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতা করেছে।

nulibrary
The National University of Bangladesh's all-books and notice portal, nulibrary.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram